সকল মোবাইল ব্যাংকিং কোড ২০২২
সকল মোবাইল ব্যাংকিং কোড ২০২২ বা বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং 2010 সালে সর্বপ্রথম বাংলাদেশে এই মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। ডাচ বাংলা ব্যাংক এই মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
তাদের এই সেবার নাম রকেট মোবাইল ব্যাংকিং যা বাংলাদেশের সমাধিক পরিচিত। এই সেবাটি চালু হওয়ার পরের বছরই আরেকটি মোবাইল ব্যাংকিং সেবা বাজারে আসে।
Mobile Banking সেবাটির নাম হল বিকাশ। 2011 সালে ব্র্যাক ব্যাংক এই সেবাটি প্রতিষ্ঠা করে। সেবাটি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে।
সেবার সাথে পরিচিত হয়নি খুব কম লোক আছে। ২০১৯ সালে আরেকটি মোবাইল ব্যাংকিং সেবার আগমন ঘটে।
এই মোবাইল ব্যাংকিং সেবার নাম হল নগদ। বাংলাদেশ ডাক বিভাগ এই সেবাটি প্রতিষ্ঠাতা করে।
সেবাটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। কেননা এই সেবাটি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় এর পরিচিতি আকাশচুম্বী।
সর্বশেষ 2021 সালে আরেকটি মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। এই মোবাইল ব্যাংকিং সেবার টির নাম হল ট্যাপ।
এই মোবাইল ব্যাংকিং সেবাটির প্রতিষ্ঠাতা ট্রাস্ট ব্যাংক বা ট্রাস্ট আজিয়াটা পে । 2010 সালের শুরতে বাংলাদেশেই এই Mobile banking সেবার প্রচলন ঘটে।
অনেকের মনে প্রশ্ন থাকে বাংলাদেশ সে এই পর্যন্ত কয়টি মোবাইল ব্যাংকিং সেবা চালু আছে? এর উত্তর হলো পনেরটি মোবাইল ব্যাংকিং সেবা বর্তমানে বাংলাদেশে তাদের সেবা দিয়ে যাচ্ছে।
আমাদের বাংলাদেশে ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে দশটি মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান চালু রয়েছে।
আজকের এই আর্টিকেলে দশটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এগারটি ইউএসএসডি কোডন।
এবংএই সকল প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার নাম্বার সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাহলে আসুন এই সকল তথ্য জেনে নেই।
আরো পড়ুনঃ বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
রকেট মোবাইল ব্যাংকিং
ডাচ বাংলা ব্যাংককে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার বস বলা হয়। কেননা এই ব্যাংক সর্বপ্রথম মোবাইল সেবা চালু করে।
ডাচ বাংলা ব্যাংক ২০১০ এই সেবাটির কার্যক্রম শুরু করে। রকেট নামে এই সেবাটি বাংলাদেশের পরিচিতি লাভ করেছে।
একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে রকেট সেবা গ্রহণকারীর সংখ্যা প্রায় আড়াই কোটির মত। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাদের সার্ভিস প্রদান করে থাকে।
- Rocket-Dutch Bangla bank limited
- Rocket Mobile banking USSD code: *322#
- Rocket Mobile banking helpline number: 16216
আরো পড়ুনঃ রকেট একাউন্ট চেক করার কোড ২০২২
বিকাশ- BRAC Bank Limited
2011 সালের প্রথম দিকে এই মোবাইল ব্যাংকিং সেবাটি বাজারে প্রথম আসে। আমি ইতিপূর্বেই বলেছি এই সেবাটি প্রতিষ্ঠা করেছে ব্র্যাক ব্যাংক।
এই মোবাইল ব্যাংকিং সার্ভিসটির নাম করন করা হলো বিকাশ। মোবাইল ব্যাংকিং জগতে বিকাশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।
শুধু তাই নয় গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মানুষ এই সেবা গ্রহণ করতেছে। এজন্যই এই সেবাটি মানুষের কাছে খুব পরিচিতি লাভ করেছে।
একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে পাঁচ কোটিরও বেশি জনগণ বিকাশ ব্যবহার করতেছে।
- BRAC Bank Limited-Service “BKASH”
- BKASH Mobile banking USSD code *247#
- BKASH Mobile banking helpline number 16247
আরো পড়ুনঃ
- বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম ২০২২ এবং বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট ২০২২
- বিকাশ একাউন্ট দেখার নিয়ম ২০২২
NAGAD-Bangladesh Post Office
20019 সালে বাজারে আরেকটি মোবাইল ব্যাংকিং সেবার প্রচলন ঘটে। বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক এই সেবাটি চালু করা হয়।
এই Mobile Banking সেবাটি NAGAD নামে পরিচিতি লাভ করে। অন্যান্য মোবাইল ব্যাংকিং এর চেয়ে NAGAD অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।
সবচেয়ে মজার বিষয় হল নগদ থেকে সেন্ড মানি করলে আপনাকে কোন চার্জ দিতে হবে না।
কিন্তু অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গুলোতে আপনাকে চার্জ দিতে হয়। যাই হোক এই সকল সুযোগ-সুবিধার কারণেই নগদ তার গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে।
Bangladesh Post Office এর এই সেবাটির বয়স মাত্র ২ বছর। এত কম বছর হওয়া সত্ত্বেও এর ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি যা আসলেই প্রশংসনীয়। প্রত্যন্ত অঞ্চলেও এর পরিচিতি আকাশচুম্বি।
- Bangladesh Post Office-Service” NAGAD”
- NAGAD MOBILE Banking Dial Code *167#
- NAGAD Mobile Banking helpline number 16167
আরো পড়ুনঃ
- বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২ এবং নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২। নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম
- নগদ একাউন্ট খোলার পদ্ধতি ২০২২
শিওর ক্যাশ-Rupali Bank Limited
2014 সালে রূপালী ব্যাংক একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। এই মোবাইল ব্যাংকিং সেবা টির নাম হল শিওর ক্যাশ।
এটি একটি সরকারি ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান। সবচেয়ে মজার বিষয় হল বাংলাদেশী কয়েকটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান শিওর ক্যাশ platform ব্যবহার করতেছে।
এগুলো হল বাংলাদেশ কমার্স ব্যাংক, যমুনা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং রূপালী ব্যাংক।
শিওর ক্যাশ এর জনপ্রিয়তা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে। কেননা রূপালী ব্যাংক লিমিটেড তাদের এই সেবাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রদান করার চেষ্টা করছে।
যার কারণে মানুষ দিন দিন এ সবার প্রতি আগ্রহ প্রকাশ করছে। এই মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণকারীর সংখ্যা প্রায় 2 কোটি।
- Rupali Bank Limited-Service” SURE CASH”
- SURE CASH MOBILE BANKING DIAL CODE *457#
- SURE CASH MOBILE BANKING HELPLINE NUMBER 16457
আরো পড়ুনঃ সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার ২০২২
MCASH – ISLAMI Bank
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এটি হলো মূলত একটি আর্থিক প্রতিষ্ঠান।
আপনি যদি একজন ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে অবশ্যই জানা জরুরী যে ইসলামী ব্যাংক তাদের নিজস্ব একটি মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।
এই সেবাটির নাম হল এম ক্যাশ যা 2012 সালের 27 শে ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কতৃক চালু করা হয়।
এম ক্যাশ মোবাইল ব্যাংকিংটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। এম ক্যাশ ব্যবহার করে ইসলামী ব্যাংক এই মোবাইল ব্যাংকিং সার্ভিসটি শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত তাদের সেবা বিস্তার করছে।
যার ফলে নিম্নমধ্যবিত্ত থেকে শুরু করে গরিব লোকেরাও এই সেবার আওতাভুক্ত হচ্ছে। আপনি হয়তো জেনে অবাক হবেন যে এমক্যাশ ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে প্রায় চার কোটি।
- ISLAMI Bank -SERVICE”MCASH”
- MCASH MOBILE BANKING DIAL CODE *259#
- MCASH MOBILE BANKING HELPLINE NUMBER 16259
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একাউন্ট খোলার নিয়ম ২০২২
ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং
ওয়ান ব্যাংক বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংক। এই ব্যাংকটি 2018 সালের 30 শে অক্টোবর তাদের একটি নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবা চালু করে যা ওকে ওয়ালেট নামে পরিচিতি লাভ করেছে।
মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে ওকে ওয়ালেট সম্পর্কে সবাই খুবই কম জানে। কেননা বাংলাদেশ এই সেবাটি বিকাশ রকেটের মতো ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। যেহুতু নতুন তাই এই সেবাটির ব্যবহারকারীর সংখ্যা এখনো জানা যায়নি।
- One Bank Limited-SERVICE “OK WALLET”
- OK WALLET MOBILE BANKING DIAL CODE *269#
- OK WALLET MOBILE BANKING HELPLINE NUMBER 16269
আরো পড়ুনঃ জানাজার নামাজ পড়ার নিয়ম। জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম
উপায় মোবাইল ব্যাংকিং কোড ২০২২
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই উপায় মোবাইল ব্যাংকিং সেবাটি চালু করে। এই ব্যাংক 2013 সালে সর্বপ্রথম একটি মোবাইল ব্যাংকিং সেবা বাজারে চালু করে যার নাম ইউ ক্যাশ।
কিন্তু 2020 সালে ইউসিবি ব্যাংক ইউক্যাশ নাম পরিবর্তন করে উপায় মোবাইল ব্যাংকিং নামকরণ করে। উপায় এর জনপ্রিয়তা বর্তমানে অনেকটাই বেড়ে গেছে।
একটি সমীক্ষায় দেখা গেছে এই উপায়ের গ্রাহক সংখ্যা 14 লাখেরও বেশি। এই মোবাইল ব্যাংকিং সেবাটি শহর থেকে শুরু করে গ্রামেও সেবা প্রদান করে আসতেছে।
- United Commercial Bank Limited-Service” UPAY”
- UPAY Mobile Banking Dial Code *268#
- UPAY Mobile Banking Helpline Number 16268
আরো পড়ুনঃ
ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড-Trust Bank
ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যাংক প্রতিষ্ঠান। এই ব্যাংকটি বাংলাদেশের সেনাবাহিনীর পরিচালনা করে।
ট্রাস্ট ব্যাংকেরও একটি নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে। এই মোবাইল ব্যাংকিং সেবারটির নাম হল ট্যাপ যা 2021 সালের জুলাই মাসে ডিজিটাল পদ্ধতিতে চালু করা হয়।
এই সেবাটি ট্রাস্ট আজিয়াটা পে নামেও পরিচিতি লাভ করেছে। এই সেবাটির পূর্বে ট্রাস্ট ব্যাংকের আরেকটি মোবাইল ব্যাংকিং সেবা ছিলো যার নাম হল টি ক্যাশ মোবাইল ব্যাংকিং।
প্রকৃতপক্ষে ট্যাপ মোবাইল ব্যাংকিং সেবাটি বাংলাদেশের সেনাবাহিনী ও তার পরিবারের সদস্যদের প্রদান করা হয়।
তবে বর্তমানে আরেকটি নতুন নিয়ম চালু হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনসাধারণও এই সেবা নিতে পারবে।
- Trust Bank Limited-Service” T-cash and Tap”
- T-cash and Tap Mobile Banking Dial Code *201#
- T-cash and Tap Mobile Banking Helpline number 16201 and 09612201201
আরো পড়ুনঃ টেলিটক এ টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২২
মাই ক্যাশ মোবাইল ব্যাংকিং কোড-Mercantile Bank Limited
মার্কেন্টাইল ব্যাংক হল বাংলাদেশের বিখ্যাত ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান। Mercantile Bank টি 2012 সালে তাদের নিজস্ব একটি ব্যাংকিং সেবা বাজারে প্রচলন করে।
MY CASH নামে মোবাইল ব্যাংকিং সেবাটি আমাদের কাছে পরিচিত। এই Mobile Banking সেবাটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
কেননা এই ব্যাংকটি তাদের এই সেবাটি দেওয়ার উদ্দেশ্য হলো গ্রামের লোকদের কাছে পৌঁছে দেওয়া। যার ফলে সকল শ্রেণীর মানুষ এই সেবাটি গ্রহণ করার সুযোগ পাচ্ছে।
- Mercantile Bank Limited-Service” MY CASH”
- My cash mobile banking dial code *225#
- My cash mobile banking helpline number 16225
আরো পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২
IFIC Bank মোবাইল ব্যাংকিং ২০২২
আইএফআইসি ব্যাংক মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে এই প্যারাটি পড়ুন। বাংলাদেশের ব্যাংকিং জগতে আইএফআইসি ব্যাংক জানেনা খুবই কম লোক আছে।
আইএফআইসি ব্যাংক মূলত একটি ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান। এই ব্যাংকটি তাদের নিজস্ব একটি মোবাইল ব্যাংকিং শাখা বাজারে নিয়ে আসে।
2014 সালে আইএফআইসি মোবাইল ব্যাংকিং সেবা নামে একটি সেবা চালু করে। এই মোবাইল ব্যাংকিং এর বর্তমান ব্যবহারকারীর সংখ্যা এখনো জানা সম্ভব হয়নি।
- FIIFIC Bank Limited-Service” IFIC Mobile Banking”
- IFIC Mobile Banking Dial code *255#
- IFIC Mobile Banking Helpline Number 16255
বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং ২০২২
আজকের এই আর্টিকেলে উপরে বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করেছি।
প্রকৃতপক্ষে বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাংকিং শাখা রয়েছে, সকল শাখার কার্যক্রম একই। ধরে নিন আপনি অনলাইনে বিকাশের মাধ্যমে একটি পণ্য ক্রয় করতে চান।
আপনি চাইলে তা বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি রকেট,নগদ এবং উপায় ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন।
তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছ থেকে চার্জ কেটে নেওয়া হবে। অথবা অন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পেমেন্ট করলে আপনাকে চার্জ দিতে হবে না।
আবার কিছু কিছু ক্ষেত্রে এক মোবাইল ব্যাংকিং শাখা থেকে অন্য মোবাইল ব্যাংকিং সেবায় বেশি সুবিধা উপভোগ করতে পারবেন।
যেমন ধরুন বিকাশ থেকে সেন্ড মানি করলে আপনাকে অবশ্যই কিছু চার্জ দিতে হবে। কিন্তু যদি নগদ থেকে করতে চান, তাহলে কোন চার্জ দিতে হবে না।
আশা করি সকল মোবাইল ব্যাংকিং কোড ২০২২ বা বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে পেরেছেন।
পাশাপাশি আমাদের ওয়েবসাইট Foodtips24 ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেইজের সাথে যুক্ত থাকুন। এবং সকল মোবাইল ব্যাংকিং কোড সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন।